আজকের এই আটিকেলের মাধ্যমে আমরা জানব কিভাব আরবিতে নিজের পরিচয় দিতে হয় ।
আমরা অনেক সময় কারো সামনে নিজের পরিচয় আরবিতে দিতে চেষ্ঠা করি কিন্তু কিভাবে শুরু তা বুঝতে পারি না বা শুরু করলে ও মাঝ পথে আটকে যাই তখন লজ্জার পড়ে যাই । মুলত তাদের কথা ভেবেই আজকের এই পোস্টটি ।
আজকের পোস্টটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি খুব সহজেই ইনশাআল্লাহ আপনার পরিচয় আরবিতে দিতে পারবেন অনায়াশে।
আরবিতে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো-
- আপনার নাম বলবেন
- আপনার পিতার নাম
- আপনার বয়স
- আপনার ঠিকানা বলবেনআপনি কোন ক্লাসে বা জামাতে পড়েন তা বলবেন ও
- আপনার প্রতিষ্ঠানের নাম
আপনি ভবিষ্যতে কি হতে চান তা বলবেন
আরবিতে ঠিকানা লিখার নিয়ম। আরবিতে নিজের পরিচয় ৫টি বাক্য
আমার নাম আব্দুল্লাহ إسمي محمد عبد الله
আমার পিতার নাম আব্দুর রহিম إسم ابي عبد الرحيم
আমার বয়স 12 বছর عمري اثنتا عشرة سنة
আমার ঠিকানা ঢাকা أنا من داكا
আমি ঢাকা মডেল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ি أنا أدرس في الصف الثامن بالمدرسه الناموجزية داكا
আমি একজন বড় আলেম ও দ্বীনে ইসলামের প্রচারক হতে চাই । তাই আপনাদের নিটক দোয়া প্রার্থী
أنا اريد ان اكون عالما كبيراً وداعياً للاسلام فأطلب منكم الدعاء الخاص
আরবিতে নিজের ঠিকানা । আরবিতে নিজের পরিচয়
আরবিতে নিজের ঠিকানা দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো-
প্রথমে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাক অফিস, থানা, জেলা, রাজধানী, জাতিয়তা, রক্তের গ্রুপ, সর্বশেষ মোবাইল নাম্বার
আমার নাম আব্দুল্লাহ- إسمي عبد الله
আমার পিতার নাম আব্দুর রহিম -إسم ابي عبد الرحيم
মাতার নাম -إسم امي امينه
গ্রাম -القرية
ডাক অফিস- مكتب البريد
থানা- مخفر الشرطة
জেলা -المحافظة
রাজধানী-القسم
জাতিয়তা- الجنسية
রক্তের গ্রুপ زمره الدم
মোবাইল নাম্বার -رقم الجوال
প্রিয় তালেবে ইলম ভাই আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে আরবিতে নিজের পরিচয় ৫টি বাক্য দ্বারা উপস্থাপন করব সেই সমপর্কে । আর আপনাদের সুবিধার জন্য আরবিতে নিজের ঠিকানা কিভাবে লিখবেন তাও শিখতে পারলাম।
আরবিতে অনুষ্ঠান পরিচালনার নিয়ম । كيفية تقديم الحفلة Pdf Part 1